ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিভাগীয় শহরে ১শ’ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
বিভাগীয় শহরে ১শ’ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে একশ’ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে।

শেষ করা হবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া।  

তিনি বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সেজন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, স্বাস্থ্য বিভাগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।