ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে চিকিৎসা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
‘অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে চিকিৎসা চলছে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ছবি: বাংলানিউজ

সিলেট: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

তিনি বলেছেন, আহতদের চিকিৎসার জন্য সব হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে চিকিৎসা চলছে।

তারা যেন রোগী যাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।  

আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।  

চকবাজারের ঘটনায় নিহতের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঢাকার আবাসিক এলাকাগুলো থেকে কেমিক্যালের গুদাম যেন না থাকে, সে ব্যবস্থা করতে হবে। অবশ্যই দ্রুত এসব গুদাম স্থানান্তর করতে হবে।  

বর্তমানে বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ১০ জন চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে ডা. জাহিদ মালেক বলেন, এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার কিছু পর চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লাগে। এতে ৭০ জনের প্রাণহানি ঘটে।
 
স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।