ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

একই পরিবারের ৫ জনের মৃত্যু হয় নিপাহ ভাইরাসে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মার্চ ৪, ২০১৯
একই পরিবারের ৫ জনের মৃত্যু হয় নিপাহ ভাইরাসে 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খাইরুল কবির।

সোমবার (০৪ মার্চ) দুপুরে সিভিল সার্জনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সিভিল সার্জন বলেন, রোগের কারণ অনুসন্ধানে আইইডিসিআর গত ২৫ ফেব্রুয়ারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে আসেন।

পরবর্তীতে রাজশাহী থেকে আরও চার সদস্যের আরেকটি দল আসেন। দলটি ২৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় তদন্ত কাজ পরিচালনা করেন।

রোগের কারণ অনুসন্ধানে জানা যায়, মৃত ব্যক্তিদের সবার জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের (এনসেফালাইটিস) উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় এবং ওই নমুনায় নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন সময়ে মৃত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি এবং তাদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে আইইডিসিআর।

বাদুড়ের খাওয়া খেঁজুরের কাঁচা রসের মাধ্যমে ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহজাহান নেওয়াজ, মেডিসিন কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে আবু তাহের (৫৫) জামাতা হাবিবুর রহমান ছুটু (৩৫), স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে ইউসুফ আলী (২৭) ও মেহেদী হাসান (২৪) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।