ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গণ বিশ্ববিদ্যালয়ে নারীস্বাস্থ্য বিষয়ক সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
গণ বিশ্ববিদ্যালয়ে নারীস্বাস্থ্য বিষয়ক সেমিনার ‘নারীস্বাস্থ্য’ বিষয়ক সেমিনারে প্রধান আলোচক ডা. হালিদা হানুম আক্তার/ছবি: বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘নারীস্বাস্থ্য’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে দু’ঘণ্টাব্যাপী এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে নারীস্বাস্থ্যের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক সেন্টার ফর হিউম্যান নিউট্রিশন অব ইন্টারন্যাশনাল হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট ডা. হালিদা হানুম আক্তার।

 

সেমিনারের শুরুতে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বাস্তব কিছু তথ্য তুলে করেন ডা. হালিদা। এরপর স্লাইড উপস্থাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, গর্ভকালীন জটিলতা, অপ্রাপ্তবয়ষ্ক বয়সে সন্তান জন্ম দিলে কি ধরনের সমস্যা হয়, নারীস্বাস্থ্য ফিটনেস, নারী বৈষম্য, মাতৃমৃত্যুর হার এবং কীভাবে সচেতন হলে ও কি নিয়ম অনুসরণ করলে নারীস্বাস্থ্য ভালো থাকবে তা তুলে ধরেন তিনি। পাশাপাশি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কি করতে হবে তাও আলোচনা করেন।

বক্তব্যে জন্মের পর থেকেই মেয়ে সন্তানরা কীভাবে অবহেলার শিকার হয় তা স্পষ্ট ভাবে তুলে ধরেন ডা. হালিদা হানুম আক্তার।

সেমিনারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল মাহমুদ, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিশ্বজিৎ কুমার, ফিজিওথেরাপি বিভাগের ডা. কামরুন্নাহার অনু, ডা. শারমিন আদিবসহ বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।