ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোববার বিএসসি নার্সিং ক্যাপিং অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচ তলায় শহীদ ডা. মিলন হলে বিএসসি নার্সিং বিভাগের প্রথম বর্ষের ১৯ ছাত্র-ছাত্রীকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ক্যাপ ও ব্যাচ পরিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ সময় সিনিয়র নার্সদের (ডিপ্লোমাধারী) জন্য বিএসসি নার্সিং কোর্স চালু করার বিষয়ে আশ্বাস দেন মোদাচ্ছের আলী।
তিনি বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজেও বিএসসি নাসির্ং কোর্স চালুর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশে নার্সদের চাহিদা পূরণে এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং কোর্স চালু করা হয়েছে।
এ সময় ডিপ্লোমাধারী সিনিয়র নার্সদের জন্য বিএসসি নার্সিং কোর্স চালুর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক শাহানা আখতার রহমান, পরিচালনা করেন বিএসসি নার্সিং কোর্স ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. একে এম শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া প্রমুখ।
শপথ বাক্য পাঠ করান ডিপার্টমেন্ট অব গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও।
বাংলাদেশ সময়: ২০৫১, ডিসেম্বর ০৪, ২০১১