ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

শজিমেকে ভর্তি ২৮ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
শজিমেকে ভর্তি ২৮ ডেঙ্গু রোগী

বগুড়া: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৮ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। 

জ্বরে আক্রান্ত হয়ে ভর্তির পর রক্ত পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে বলে জানিয়েছে শজিমেক কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে দুপুর ১২টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও একজন রোগী ভর্তি হন। এ মিলে ২৮ জন রোগী বর্তমানে শজিমেকে চিকিৎসাধীন।  

আক্রান্তদের মধ্যে ১৪ জনের বাড়ি বগুড়ায় ও বাকিদের বাড়ি জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জে। চিকিৎসাধীন ২৮ জনের মধ্যে ২৪ জনের নামপরিচয় জানা গেছে।

তারা হলেন- বগুড়া পরমাণু চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা ডা. আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের লাবনী আকতার, শেরপুর উপজেলার কল্যাণী গ্রামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে কুলসুম, একই গ্রামের মুক্তার, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার আজাদ, সদরের বেজোড়া গ্রামের মানিক, জেলার গাবতলী উপজেলার মহিষাবান এলাকার আসাদুল, একই উপজেলার রসুলপাড়ার কনক, মাড়িয়া গ্রামের সনি আলম, সারিয়াকান্দির উপজেলার কাটাখালি গ্রামের রতন, বগুড়া সদরের ধাওয়াপাড়ার শফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের রাফি, মাড়িয়া গ্রামের সনি আলম, ধুনটের মথুরাপাড়ার শাহীন, শাজাহানপুর শাবরুল গ্রামের পারভেজ, জয়পুরহাটের পাঁচবিবি এলাকার সাইদুল, একই এলাকার রেদওান হোসেন, একই জেলার উলিপুর গ্রামের বর্ষণ, দোগাছি এলাকার রবিউল, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রশিসাপুর গ্রামের সোহেল রানা, একই উপজেলার নাটুয়াপাড়া গ্রামের ইউপি সদস্য ফজলুল হক, শাহজাদপুর উপজেলার গারাদহ এলাকার শ্রাবণী রাণী ও নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার জিসান।

ডা. আরিফুর রহমান জানান, শজিমেকে এ পর্যন্ত ২৮ জন রোগী জ্বরে আক্রান্ত হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তাদের রক্ত পরীক্ষা করে শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তাদের হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে ২৫ জন হাসপাতালের ওয়ার্ডে ও তিনজন কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। শজিমেকে ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য সবধরনের প্রস্তুতি রয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, গত দু’দিন আগে শজিমেক থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ি চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯/আপডেট: ১৮৫০ ঘণ্টা
এমবিএইচ/আরবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।