ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৩ ডেঙ্গু রোগী ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ঢামেকে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৩ ডেঙ্গু রোগী ভর্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এরইমধ্যে রেকর্ড করেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। হাসপাতালের নতুন ভবনসহ পুরনো ভবনের শিশু ওয়ার্ডগুলোও এখন ডেঙ্গু আক্রান্ত রোগীতে পূর্ণ।

শনিবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ঢামেক হাসপাতালের নথি অনুযায়ী জানা যায়, ৬৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বেড়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. নাসির উদ্দিন জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ বছর হাসপাতালে ডেঙ্গু রোগী আসা শুরু থেকে এই পর্যন্ত হাসপাতালে ২৩৩ জন ভর্তির এটি একটি রেকর্ড। তবে আমাদের চিকিৎসকরা ২৪ ঘণ্টাই সফলভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার জানান, বাঁধভাঙা জোয়ারের পানির মত ডেঙ্গু রোগী হাসপাতালে ছুটে আসছেন। বহির্বিভাগ, নতুন ভবন, জরুরি বিভাগ সব জায়গাতেই ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।