সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এরমধ্যে নতুন তিনজন।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, নতুন রোগীসহ এখন ২৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৫৮ জন।
ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, বর্তমানে নতুন একজনসহ ৪ জন রোগী ভর্তি আছেন। নতুন করে একজনসহ মোট ৭ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত কয়েক দিনে ২৬ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
এদিকে ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জমান জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেনীর সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ডায়াগনস্টিক সামগ্রী বাড়ানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএইচডি/জেডএস