ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে ৭ জনের মৃত্যু, পাঁচজনই নারী

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে ৭ জনের মৃত্যু, পাঁচজনই নারী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: বাংলানিউজ

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রিতা (২৮) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। জুন ও জুলাই মাসে হাসপাতালটিতে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত রোগীর মৃত্যু হলো। মারা যাওয়া এসব রোগীর পাঁচজনই নারী।

সোমবার (২৯ জুলাই) ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যাওয়া রিতার বাড়ি গাজীপুরে।

এদিকে মশাবাহী এ রোগে যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চলতি জুলাই মাসেই ছয়জন।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রিতা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। তিনি গত ২৬ জুলাই (শুক্রবার) ঢামেকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৭ জুলাই (শনিবার) আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে সাতজন মারা গেছেন, যার মধ্যে পাঁচজনই নারী বলেও জানিয়েছেন ডা. নাসির উদ্দিন।

এদিকে হাসপাতালটিতে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও সবশেষে গাজীপুরের রিতা (২৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এবছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ১১ জন, যার মধ্যে শুধু জুলাইয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫৮ জন। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে তিনজন, ফেব্রুয়ারিতে নেই, মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে আটজন, জুনে ১৩৫ জন ভর্তি হয়েছেন। তবে জুলাইয়ে একলাফে সে সংখ্যা এক হাজার ৮৫৮ জনে ঠেকেছে। যদিও মাসের আরো দুইদিন বাকি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।