ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

টেস্টে বাড়তি ফি: ইসলামী ব্যাংক হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টেস্টে বাড়তি ফি: ইসলামী ব্যাংক হাসপাতালকে জরিমানা ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল।

ঢাকা: রাজধানীর পল্টনে ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফি এর চেয়ে বাড়তি ফি আদায়ের প্রমাণ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়তি ফি আদায় ও নোংরা পরিবেশের দায়ে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অমান্য করে ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালটি রোগীদের কাছ থেকে এন্টি ডেঙ্গু আইডিএম ও এন্টি ডেঙ্গু আইজিজি পরীক্ষার জন্য বাড়তি ৫০০ টাকা আদায় করছিল।

যেখানে দু’টি টেস্টের জন্য মোট ৫০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এছাড়া, ওই হাসপাতালের পরিবেশ নোংরা অবস্থায় দেখা গেছে। এসব অপরাধে হাসপাতালটিকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।