ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

কুড়িগ্রামে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
কুড়িগ্রামে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত কুড়িগ্রাম হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা পারভীন। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এনিয়ে কুড়িগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাকী সাতজন কুড়িগ্রাম হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন। এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদু’র মেয়ে বিনিতা (২১) ও ভোরে পৌরসভা এলাকার কৃঞ্চপুর মিয়াপাড়ার আমজাদ হোসেনের ছেলে শামিম (১৮) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, কুড়িগ্রাম হাসপাতালের ডেঙ্গু কর্নার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এ সময় তারা ডেঙ্গু আক্রান্তদের খোঁজ খবর নেন।

কুড়িগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহিনুর রহমান সরদার বাংলানিউজকে জানান, গত চারদিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে পাঁচজন ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সকালে বিনিতা ও ভোরে শামিম নামে আরও দু’জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন।

কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১০ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এর মধ্যে তিনজন ডেঙ্গু রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, হাসপাতালে ভর্তি সাতজন ডেঙ্গু রোগীর সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ জুলাই ৩১, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।