বৃহস্পতিবার (১ আগস্ট) সকালের এ ঘটনায় সাংবাদিকরা কিছুটা বিস্মিত হয়েছেন। কেউ কেউ বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রীর অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল, সেখানে কোনো সেমিনারের বিষয় উল্লেখ না থাকায় তারা এতে যোগ দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক জ্যেষ্ঠ চিকিৎসক বাংলানিউজকে বলেন, দেশে ডেঙ্গু প্রকোপের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ছুটি নিয়ে পরিবারের সঙ্গে মালয়েশিয়া যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ছুটি শেষ হওয়ার আগেই বাধ্য হয়ে ফিরে এসেছেন। যে কারণে এখানে বক্তব্য রাখেননি বা সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও রাজি হননি। চিকিৎসকদের সঙ্গে ডেঙ্গু বিষয়ক যে সেমিনারটি হয়, সেখানে মন্ত্রীর উপস্থিতির কথা থাকলেও তা সবাইকে জানানোর ক্ষেত্রে রাখঢাক দেখা যায়। কিন্তু কেন এমন রাখঢাক ছিল, তা বোঝা যায়নি।
বিস্তারিত আসছে...
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএএম/এইচএ/