ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ালো হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা।

ঢাকা: সারাদেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান পাওয়া গেছে।

গত জানুয়ারি থেকে শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১ হাজার ৪৭৬ জন।

এরমধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ৫৮০ জন। আর এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০ জনের।     

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন, এর মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ৮১৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৪৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৬২১ জন এবং অন্যান্য বিভাগগুলোতে ৮৩৯ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।