ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীতে ফিনিক্স হেলথ এক্সপো শুরু ২১ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
রাজধানীতে ফিনিক্স হেলথ এক্সপো শুরু ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে অতিথিরা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২১ ও ২২ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে স্বাস্থ্য বিষয়ক মেলা ‘ফিনিক্স হেলথ এক্সপো-২০১৯’।

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় বলা হয়, এ মেলায় জনসাধারণের জন্য থাকছে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ইসিজি, ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের জন্য থাকছে বিভিন্ন হাসপাতালের সিনিয়র প্রফেসরদের নিয়ে বিষয়ভিত্তিক ফ্রি সেমিনার।

ওভাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এক্সপোর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অপথ্যালমোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডা. সাবরিনা আরিফ চৌধুরী, ওভাল গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক আরিফুল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ইএআর/এবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।