বুধবার (১ জানুয়ারি) দুপুরে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
আগামী শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ ভ্রাম্যমাণ অতিরিক্ত এক হাজার ৩৯২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
নাসিকের মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বাংলানিউজকে জানান, আগামী ১১ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ৩৪০টি টিকাদান কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ নয় হাজার ৫৩৮ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপার মো. লুৎফর রহমান জানান, ছয় থেকে ১১ মাসের ৩৫ হাজার ৮৪৪ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের দুই লাখ ৮১ হাজার ৩৬৭ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী পাঁচটি, অস্থায়ী এক হাজার ৩২টি ও ১৫টি মোবাইল টিম টিকাদান কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
আরআইএস/