ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ২ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ফেনীতে ২ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ফেনী: শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলো দুই লাখ ৪০ হাজার পাঁচশ শিশুকে।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান, বিএমএ ফেনী শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূইয়া কাউসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: ইসমাঈল হোসেন প্রমুখ।

ফেনীর ছয়টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার এক হাজার ১০৫টি কেন্দ্র ও ভ্রাম্যমাণ ৩০টি কেন্দ্রের মাধ্যমে এক থেকে পাঁচ বছর বয়সী দু’লাখ ১২ হাজার শিশুকে ও ছয় থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।