ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, এপ্রিল ১১, ২০২০
ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুরে দুইজন এবং পীরগঞ্জ উপজেলায় একজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর মেডিক্যাল থেকে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তরা পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একজন, বাকি দুইজন হরিপুর উপজেলার।

তারা তিনজনেই নারায়নগঞ্জ থেকে এসেছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বাংলানিউজকে জানান, চতুর্থ দফায় আমরা নয়জনের নমুনা সংগ্রহ করে শুক্রবার রংপুর মেডিক্যালে পাঠাই। আজ তিনজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৪ দফায় পরীক্ষা করা হয়েছে এ জেলার ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের শনাক্ত করা হয়েছে তাদের বয়স ২০ থেকে ২৫ বছর।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।