শনিবার (১১ এপ্রিল) বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) জামালপুরের ৭টি উপজেলার সন্দেহভাজন ২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার আক্রান্ত হন একই হাসপাতালের সিনিয়র নার্স। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার আরও দুইজন মহিলা।
এ পর্যন্ত এই উপজেলায় মোট সাতজনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) এর লক্ষণ পাওয়া গেল। এর আগে আক্রান্ত চারজনকে জামালপুরের শেখ হাসিনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশংকা মুক্ত।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
কেএআর