শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বাংলানিউজকে বিষয়টি জানায়।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামে অন্যজন আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা।
এদের মধ্যে ঢাকা ফেরত (৬০) বছর বয়সী ব্যক্তি ঢাকায় তাবলিগ জামায়াতে অংশ নিয়েছিলেন। তিনি বরগুনায় আসার পরে স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অন্যজন নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে বরগুনায় এসেছিল।
বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, বরগুনা সদর হাসপাতালে দুইজন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬০ বছর বয়সী ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছিল। অন্যজন জ্বর-সর্দিকাশি নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এলে তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর তাদের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। টেস্টে তাদের দুই জনেরই করোনা পজিটিভ এসেছে।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বাংলানিউজকে জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িতে যেসব সদস্য রয়েছে তাদের প্রত্যেককে টেস্টের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এনটি