শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বাংলানিউজকে বলেন, শনিবার বিকেল পর্যন্ত জেলায় মোট ৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষার জন্য।
যাদের পজেটিভ এসেছে, তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছেন। আবার তারা একই পরিবারের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের পাশের একটি গ্রামে গত ৭ এপ্রিল ঢাকা থেকে শিশুসহ একই পরিবারের তিনজন আসেন। এরপর করোনার উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, এরা তিনজনই গ্রামের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমএস/টিএ