ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে নতুন ১০৯ জন কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
ঝিনাইদহে নতুন ১০৯ জন কোয়ারেন্টিনে

ঝিনাইদহ: গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে নতুন করে ১০৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) বাংলানিউজকে এতথ্য জানান ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

তিনি জানান, রোববার নতুন ১০৯ জনসহ জেলায় বিদেশেফেরত ও তাদের সংস্পর্শে আসা মিলিয়ে মোট ১ হাজার ১৯১ জনকে কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে আনা হয়েছে।

এর মধ্যে ১৪ দিন মেয়াদের কোয়ারেন্টিন শেষে করোনার প্রাথমিক কোনো লক্ষণ না থাকায় ছাড়পত্র পেয়েছেন ৮৯৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২৯৭ জন।

ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে ঝিনাইদহে আসা ব্যক্তিদেরও হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।