ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, এপ্রিল ১৩, ২০২০
খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

খুলনা: খুলনা জেলায় প্রথম করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাড়ি মহানগরীর ছোট বয়রা এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার।

সোমবার (১৩ এপ্রিল) খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বাংলানিউজকে বলেন, আক্রান্ত ব্যক্তি গত ৪ এপ্রিল তাবলীগ জামাত থেকে খুলনার নিজ বাড়িতে ফিরেছেন। বিকেলে তার নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা করার পর তার করোনা পজেটিভ ধরা পড়ে।

এটিই খুলনায় প্রথম করোনা রোগী।

তিনি জানান, তার হালকা কাঁশি ছিল। তবে, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট ছিল না। করোনা শনাক্তের পর তার বাড়ি লকডাউন করা হয়েছে।

করোনা আক্রান্ত রোগীর ছেলে জানান, তার বাবা গত ৬ ডিসেম্বর খুলনা থেকে তাবলীগ জামাতের উদ্দেশে নরসিংদীতে যান। গত ৪ এপ্রিল তিনি নরসিংদী থেকে বাসায় ফিরে আসেন। তার সর্দি ও জ্বর রয়েছে। তবে, তার গলা ব্যথা ও শ্বাসকষ্ট নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তাবলীগের তিন চিল্লায় (১২০ দিন) গিয়েছিলেন। সর্বশেষ তিনি ঢাকা ও নরসিংদীতে তাবলীগে ছি‌লেন।

 

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।