ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

না‌’গঞ্জ এসপির ড্রাইভার করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, এপ্রিল ১৫, ২০২০
না‌’গঞ্জ এসপির ড্রাইভার করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) জায়েদুল আলমের গাড়ি চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এসপি জায়েদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।  

এর আগে সকাল থেকেই তিনি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ, ফতুল্লার পঞ্চবটিসহ কয়েকটি এলাকা পুলিশ সদস্যদের নিয়ে ঘুরে দেখেন।

প্রতিটি এলাকায় তিনি পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন।

তিনি জানান, সকাল থেকেই আমি টহলে ছিলাম। তখনো আমার ড্রাইভার গাড়ি চালিয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছে তবে বিকেলে তার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ড্রাইভারের করোনা পজিটিভ হওয়ার পর আমাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছিলেন হোম কোয়ারেন্টিনে যেতে কিন্তু আমি যাইনি। যতদিন সুস্থ আছি ও আমার করোনা পজিটিভ না ধরা পড়ে ততদিন আমি নারায়ণগঞ্জবাসীর সঙ্গে করোনা মোকাবিলার যুদ্ধে শামিল থাকবো।  

তিনি আরও জানান, আপাতত এ খবর জানার পর আমরা তাকে বিকেলেই আইসোলেশনে পাঠয়েছি। যেহেতু তিনি শারীরিকভাবে সুস্থ আছেন তাই তাকে আবারও এক সপ্তাহ পরে টেস্ট করানো হবে। আপাতত আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা সেবা নেবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।