ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খুমেকের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, এপ্রিল ১৮, ২০২০
খুমেকের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত

খুলনা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজের ইউ‌রো‌লো‌জি বিভা‌গের এক সহকারী অধ্যাপক।

শনিবার (১৮ এপ্রিল) খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার পজেটিভ ধরা পড়ে। খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন।

এ নিয়ে খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ২।

ডা. আবদুল আহাদ জানান, ওই সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এই ডাক্তার রেস্ট হাউজে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

খুমেকের ল্যাব সূত্রে জানা গেছে, শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়, বাকিগুলোর ফলাফল নেগেটিভ।

এর আগে গত ১৪ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।