ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনামুক্ত হলেন না’গঞ্জ সিভিল সার্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনামুক্ত হলেন না’গঞ্জ সিভিল সার্জন নারায়াণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জ জেলা সিভিল সার্জন করোনামুক্ত হয়েছেন। এক সপ্তাহ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়ে এখন তিনি সুস্থ আছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

এর আগে নমুনা সংগ্রহের পর গত ৯ এপ্রিল তার দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়।

পরে তিনি আইসোলেশনে চলে যান নিজ বাড়িতে। সেখানে থেকেও নিয়মিত মোবাইল ফোনে দাপ্তরিক কাজ চালিয়ে যান এবং বিভিন্ন কাজে সমন্বয় করেন বিভিন্ন দপ্তরের সঙ্গে।

আরও পড়ুন>>নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮১, মৃত্যু ৪

নারায়াণগঞ্জ সিভিল সার্জন বলেন, আমি গত ৯ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলাম। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। ১৬ এপ্রিল পুনরায় টেস্ট করানো হলে সেখানে আমার করোনা নেগেটিভ আসে। পরে আবারও ১৮ তারিখ টেস্ট করানো হলে সেখানেও আমার নেগেটিভ আসে। ফলে পরপর দুইবার ফলাফল নেগেটিভ আসায় এখন আমি পুরোপুরি সুস্থ।

তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে আরো ৫ থেকে ৭ দিন বিশ্রামে থাকার পর আবারও আমি কাজে ফিরতে পারবো। কাজ করতে কোনো সমস্যা হবে না।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।