ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার কিট হস্তান্তর শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, এপ্রিল ২৩, ২০২০
গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার কিট হস্তান্তর শনিবার

ঢাকা: করোনা ভাইরাস পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে সরকারের কাছে আমাদের তৈরি করোনা ভাইরাস শনাক্তের কিট হস্তান্তর করা হবে।

সরকার কিট পরীক্ষা করে অনুমোদন দিলে আমরা ২৬ অথবা ২৭ এপ্রিল থেকে কিট সরবরাহ করা শুরু করবো।

তিনি আরও বলেন, আমাদের করোনা ভাইরাস পরীক্ষার কিটের পরীক্ষার ফলাফল প্রায় পলিমারজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর) সমতুল্য, এটা বর্তমানে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

কেনিয়া, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও ভারত আমাদের করোনা পরীক্ষার কিট নিতে আগ্রহ প্রকাশ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশসময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।