ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতাল থেকে পালানো সেই করোনা আক্রান্ত নারী আইসোলেশনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, এপ্রিল ২৪, ২০২০
হাসপাতাল থেকে পালানো সেই করোনা আক্রান্ত নারী আইসোলেশনে ছবি: প্রতীকী

সিলেট: করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় এক প্রসূতি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ওই নারীকে সদর উপজেলার খাদিমনগর রঙ্গিটিলা এলাকায় শ্বশুড়ালয় থেকে খুঁজে এনে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাস চিকিৎসা ইউনিটে রাখা হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওই নারীকে খুঁজে বের করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।

পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের লেবার ওয়ার্ডে গত বুধবার এক সন্তান জন্ম দেন ওই নারী। এরপর তার মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।

এরপর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ওই নবজাতক মারা গেলে রাতে হাসপাতাল থেকে ওই নারী লাপাত্তা হয়ে যান। পরে তাকে খুঁজে বের করে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।