ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গফফার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, জুন ২৩, ২০২০
করোনায় আক্রান্ত লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গফফার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গফফার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও আনোয়ার হোসেন জানান, সিভিল সার্জন আবদুল গফ্ফার গত তিনদিন অসুস্থ ছিলেন।

তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া ১১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা,  জুন ২৩, ২০২০
এসআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।