ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নারীর মৃত্যু করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নারীর মৃত্যু

সাতক্ষীরা: জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গোলাপী রায় (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

গোলাপী রায় কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের পরিতোষ রায়ের স্ত্রী।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন গোলাপী রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫৩ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।