ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

যবিপ্রবির ল্যাবে আরও ১২৫ করোনা রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, আগস্ট ৭, ২০২০
যবিপ্রবির ল্যাবে আরও ১২৫ করোনা রোগী শনাক্ত প্রতীকী

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে  করোনার টেস্টের ফলাফলে এ তথ্য জানা গেছে।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম বাংলানিউজকে বলেন, যশোরের ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের, মাগুরার ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের, নড়াইলের ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা পজিটিভ এবং ১২৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ইউজি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।