ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিল ‘বাঁচার লড়াই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, সেপ্টেম্বর ৪, ২০২০
করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিল ‘বাঁচার লড়াই’

ঢাকা: ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল আরেফিনের কাছে করোনারোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে চারটি অক্সিজেন সিলিন্ডার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁচার লড়াই’।

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলিন্ডাগুলোর হস্তান্তর করা হয়।

‘বাঁচার লড়াই’ সংগঠনটি লেলাং ইউনিয়নের শাহনগর জমিদার বাড়ির প্রবীণ সদস্য আলহাজ আবদুর রাজ্জাক চৌধুরী ও তার কানাডা প্রবাসীপুত্র সাদাফ রাজ্জাক চৌধুরীর অর্থায়নে পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরেফিন এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আবদুর রাজ্জাক চৌধুরী ও সাদাফ রাজ্জাক চৌধুরীসহ তাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানান।

আবদুর রাজ্জাক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে গত জুন মাসে ফটিকছডির বিভিন্ন এলাকায় ১২০ পরিবারের মধ্যে এক মাসের প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।