ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

দক্ষ জনবলসহ পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স দিয়েছে আইসিডিডিআর,বি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, সেপ্টেম্বর ৬, ২০২০
দক্ষ জনবলসহ পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স দিয়েছে আইসিডিডিআর,বি

পটুয়াখালী: করোনা আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে দক্ষ জনবলসহ একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছে আইসিডিডিআর,বি।

রোবাবর (০৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, আইসিডিডিআর,বির সহকারী বৈজ্ঞানিক আনিস উদ্দিন আহমেদ, মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফাহাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সমৃদ্ধিতে আইসিডিডিআর,বির ভূমিকা অনস্বীকার্য। সংকটময় সময় জেলায় একটি অ্যাম্বুলেন্স প্রদান পরিস্থিতি মোকাবিলায় আরও একধাপ এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।