ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে করোনা আক্রান্ত চার লাখ ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
দেশে করোনা আক্রান্ত চার লাখ ছাড়ালো

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন চার লাখ ২৫১ জনে।


দেশে করোনা শনাক্ত হওয়ার ২৩৫তম দিনে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়ালো।  

এর আগে করোনা শনাক্ত হওয়ার ১৯৮তম দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়ায়।  

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।

গত ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০০ জনে। এরপর গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায়। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮দিন। এরপর ১২ দিনে চার হাজার করোনা আক্রান্ত হয়ে ৫০তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজারে।

গত ৩ মে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে যায় ১০ হাজারের ঘর। গত ১৫ মে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ হাজারে। এর মাত্র তিনদিন পরেই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫ হাজার। গত ১ জুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। গত ১১ জুন এ সংখ্যা দাঁড়ায় ৭৫ হাজারে। এর মাত্র সাতদিন পরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজার বেড়ে এক লাখে দাঁড়ায়।

সোমবার (২৬ অক্টোবর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮১৮ জনের। এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৬০০ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।