ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, নভেম্বর ১৯, ২০২০
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু করোনা আক্রান্ত

লালমনিরহাট: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করার জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আলী আজগর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।