ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

বান্দরবান: শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে পৌরসভা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান পৌরসভা এর আয়োজন করে।  

ক্যাম্পেইনে ৯ থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ভানু মারমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহাজাবীন হকসহ স্বাস্থ্যকর্মী এবং বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এবারে বান্দরবানে ১ লাখ ১৬ হাজার ৩৪৬ জন শিশুকে এই হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২৭৬ জন টিকাদানকারী, ১০৫ জন সুপারভাইজার এবং ৪১৪ জন স্বেচ্ছাসেবক ২ হাজার ৫২০টি টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।