ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

শেবামেকে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ আরটি-পিসিআর ল্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
শেবামেকে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ আরটি-পিসিআর ল্যাব

বরিশাল: যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ হলো বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন। হঠাৎ করেই শুক্রবার (১ জানুয়ারি) ল্যাবটির একমাত্র মেশিনটিতে ত্রুটি দেখা যায়।

 

রাত ৯টায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারে কাছে ল্যাব থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব প্রধান ও ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর উল্লেখ করেন, ১ জানুয়ারি ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি হাতে নেওয়া হয়। নমুনাগুলো অ্যানালাসিসের সময় দেখা যায় নমুনা পরীক্ষার কন্ট্রোল অস্বাভাবিক রিডিং দিচ্ছে। এ অবস্থায় পর্যবেক্ষণ করে দেখা যায় পিসিআর ল্যাবটি কন্টামিনেশন হয়েছে। তাই অপাতত ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অধ্যাপক ডা. একেএম আকবার কবীর বলেন, হয়তো আগামী কয়েকদিনের জন্য ল্যাবটি বন্ধ থাকবে। এখানে জমা নমুনাগুলো বিভাগীয় পরিচালক স্যারের সঙ্গে আলোচনা করে ঢাকায় পাঠানো হবে। তবে বিদেশ গমনেচ্ছুদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।  
এদিকে বরিশাল বিভাগের মধ্যে ভোলার দ্বিতীয় ল্যাবটি সচল। কিন্তু দিনে একশর বেশি নমুনা পরীক্ষা তাকে সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।

তিনি আরো বলেন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজে চলতি বছরের ৯ এপ্রিল থেকে আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা কার্যক্রম শুরুর পর থেকে আমরা ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল পেতাম। গত ৩ ডিসেম্বর এই ল্যাবের মেশিনটি নষ্ট হয়ে যায়। তখন থেকে আমারা ভোলা সিভিল সার্জনের আওতাধীন পিসিআর ল্যাবে নমুনা পাঠাতাম। কিন্তু ৫ ডিসেম্বর ওই ল্যাবটিও বন্ধ হয়ে যায়। এর কয়েকদিনের মাথায় ল্যাব দু’টি ফের চালু হয়। দ্বিতীয়বারের মতো বছরের শুরুতেই বরিশালের ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বাড়লো।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, জানুয়া‌রি ০১, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।