ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডিপিডিসির সঙ্গে তিন হাসপাতালের চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ডিপিডিসির সঙ্গে তিন হাসপাতালের চুক্তি

ঢাকা: নিজেদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনাইটেড হাসপাতাল, আজগর আলি হাসপাতাল ও ল্যাবএইড হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ডিপিডিসির পাবলিক রিলেশন বিভাগের (এইচআর) ম্যানেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব এবং ইউনাইটেড হাসপাতাল, আজগর আলি হাসপাতাল ও ল্যাব এইড হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে ডিপিডিসির কর্মকর্তা, কর্মচারী এবং পোষ্যরা এই তিন হাসপাতাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ডিসকাউন্টে চিকিৎসাসেবা পাবেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।