ঢাকা: ভারতের তৈরি করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ পৌঁছেছে মালদ্বীপ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই ভ্যাকসিন।
মালদ্বীপই প্রথম দেশ যারা ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় এ ভ্যাকসিন তৈরি হয়েছে। যা ভারতে উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও চলছে দেশে।
এ ভ্যাকসিনের ২০ লাখ ডোজ উপহার হিসাবে বাংলাদেশের জনগণকে দিচ্ছে ভারতীয় সরকার। যা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, ইতোমধ্যেই এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মালদ্বীপ সরকারও। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রথম শ্রেণীর কোভিড যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ডিএন/এসআরএস