ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

প্রতিবেশীদের ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
প্রতিবেশীদের ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত

ঢাকা: বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে করোনা ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত। সে অনুযায়ী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

সূত্র জানায়, বুধবার (২০ জানুয়ারি) প্রতিবেশী দেশ ভুটান ও মালদ্বীপকে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। ভুটানকে ১ লাখ ৫০ হাজার ডোজ ভ্যাকসিন, মালদ্বীপকে ১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে দেশটি। এদিকে, বাংলাদেশ ও নেপালকে বৃহস্পতিবার ভ্যাকসিন উপহার পাচ্ছে ভারত। বাংলাদেশ ২০ লাখ ডোজ ও  নেপাল ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ভারতীয় হাইকমিশন থেকে ভ্যাকসিন উপহার দেওয়া হবে।

বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন দেবে ভারত। প্রথম ধাপে ৫০ লাখ ভ্যাকসিন আসবে দেশে। এদিকে ভারত পর্যায়ক্রমে প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন উপহার দেবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।