ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে অগ্রিম ২৭ লাখ টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে অগ্রিম ২৭ লাখ টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঢাকা: তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দকৃত অর্থ থেকে অগ্রিম ২৭ লাখ ৮২ হাজার টাকা চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি বিভিন্ন খাতে ব্যয়ের জন্য অগ্রিম টাকা চেয়ে স্বাস্থ্য বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।



চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দকৃত ২১ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে সেমিনার-কনফারেন্স ব্যয়, প্রচার ও বিজ্ঞাপন এবং অপ্যায়ন খাতে ব্যয় নির্বাহের জন্য ২৭ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা অগ্রিম উত্তোলনের সম্মতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এরমধ্যে সেমিনার-কনফারেন্সের ব্যয় ৯ লাখ ৬০ হাজার টাকা, প্রচার ও বিজ্ঞাপনের জন্য ১০ লাখ ১৫ হাজার ১৩৭ টাকা এবং আপ্যায়ন ব্যয় হিসাবে ৮ লাখ ০৭ হাজার ৪শ টাকা অগ্রিম উত্তোলনের সম্মতি চাওয়া হয়েছে।  

অর্থ বিভাগের সম্মতি পেলে অগ্রিম উত্তোলনের জিও জারি করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।