ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে করোনার টিকা নিলেন সিভিল সার্জন ও এডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ফেনীতে করোনার টিকা নিলেন সিভিল সার্জন ও এডিসি ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ শুরু করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত বুথে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

 

সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া।  

সিভিল সার্জন টিকা নেওয়ার পর বলেন, জেলার মানুষ যেন আশ্বস্ত হয় সেজন্য আমি প্রথম টিকা নিয়েছি।  

এডিএম গোলাম জাকারিয়া বলেন, টিকা গ্রহণ করেছি ১০ মিনিট অতিবাহিত হয়েছে। এখনও বেশ চাঙ্গা আছি। কোনো ধরনের প্বার্শপ্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।

এসময় আরও টিকা নেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী ও বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ জন মানুষকে টিকা দেওয়া হবে। জেলার মোট ২৪ হাজার মানুষকে ৪৮ হাজার ডোজ টিকা দেওয়া হবে। এজন্য জেলা জুড়ে ১৯টি বুথ স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে আটটি, পাঁচটি উপজেলায় দুইটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ৩ হাজার মানুষ করোনা টিকার জন্য নিবন্ধন করেছে। যারা সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে না তাদের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নিবন্ধনের জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।