ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকা নিলেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টিকা নিলেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক

ঢাকা: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী। রোববার (৭ জানুয়ারি) মিটফোর্ড হাসপাতালে প্রথম টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।

পরিচালক বলেন, হাসপাতালের মেন ভবনের দ্বিতীয় তলায় করোনার টিকা প্রয়োগের স্থান নির্ধারণ করা হয়েছে। সকাল থেকে সেখানে টিকাদান কার্যক্রম চালু করা হয়।

তিনি আরও বলেন, সর্বপ্রথম আমি টিকা নিয়েছি। আমি নেওয়ার পরপরই মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. অসীম চক্রবর্তীকে আমি নিজেই করোনা প্রতিরোধের টিকা প্রয়োগ করেছি।

কাজী রশিদ উন নবী বলেন, টিকা নিয়ে ভয়ের কিছু নেই। সবাই নিয়মমাফিক টিকা নেন। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ১৪০ জনের মতো টিকা নিয়েছেন। রেজিস্ট্রেশন করেছেন ৪০০’র মতো। এখনও টিকা প্রয়োগের কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।