ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিধি-নিষেধ না মানায় পাকুন্দিয়ায় ১৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
বিধি-নিষেধ না মানায় পাকুন্দিয়ায় ১৪ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় ধাপে সপ্তাব্যাপী কঠোর লকডাউনে সরকার ঘোষিত ১৩ দফা বিধি-নিষেধ অমান্য করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১৪ জনকে চার হাজার ৪৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাকুন্দিয়া পৌরসদর, তারাকান্দি, মুনিয়ারীকান্দা ও মির্জাপুর এলাকায় সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দায়ে পাঁচ চালক এবং দোকান খোলা রাখার দায়ে দুই কাপড় বিক্রেতাকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুখে মাস্ক পরিধান না করায় সাত পথচারীকে ৯৮০ টাকা জরিমানা করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে ৪ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১     
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।