ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল বিভাগে দুই দিনে করোনায় আক্রান্তে মৃত্যু নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
বরিশাল বিভাগে দুই দিনে করোনায় আক্রান্তে মৃত্যু নেই

বরিশাল: ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৯১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুই জন মৃত্যুবরণ করলেও টানা দুইদিন করোনা আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যানুযায়ী নতুন ১৪৯ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৬৮ জন। এই জেলায় মোট আক্রান্ত ছয় হাজার ৩৬৮ জন।

পটুয়াখালী জেলায় নতুন আট জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪২ জন। ভোলা জেলায় নতুন ১৪ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬০৪ জন। পিরোজপুর জেলায় নতুন ২৬ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩০ জন। বরগুনা জেলায় নতুন ১১ জন নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২২ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে এক হাজার ১৭৭ জন।

বিগত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করায় মোট সংখ্যা ২৪৪ রয়েছে। তবে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন এগারো হাজার ২৬২ জন।  

এদিকে স্বাস্থ্য দফতর বলছে, উদ্বেগের বিষয় হচ্ছে দ্বিতীয় ঢেউয়ে তরুন অনেকেই আক্রান্ত শনাক্ত হচ্ছেন।  

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বাংলানিউজকে বলেন, লকডাউনে প্রথম দফা আমরা অতিক্রম করেছি। ইতোমধ্যে তুলনামূলকভাবে শনাক্ত কমছে। লকডাউনের উপকারিতা এখনই নয় অল্প কয়েকদিনের মধ্যে আমরা পাবো। তবে করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে নিজেদের স্বাস্থ্য সচেতনতা ছাড়া সম্ভব নয়।

এদিকে বিভাগের একমাত্র ‘ডেটিকেটেড’ করোনা হাসপাতাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। দুই জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে মোট ১৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।