ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৮৮ জন। আর প্রথম ডোজের টিকা নিয়েছে ১৬ হাজার ৭৮৪ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা নিয়েছেন ১৬ হাজার ৭৮৪ জন। এদের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৯০ জন এবং নারী ৬ হাজার ১৯৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ২৩৯ জন এবং নারী ৫৬ হাজার ৭৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
পিএস/এএটি