ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫

সিলেট: সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১৫ জন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে মৃত্যু মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে। বিভাগের সর্বাধিক মারা গেছেন সিলেট জেলায় ২৫৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৭ জন। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগের আক্রান্ত আক্রান্ত ১১৫ জনের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারের ৯ জন রয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৮ জন, হবিগঞ্জে ১৩ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৫ জন করে।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, গত এক বছরে বিভাগের চার জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩১৪ জন। আর মৃত্যু হয়েছে ৩২৪ জনের।   

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।