ঢাকা: মজুদ কমে আসায় এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা না কাটায় সোমবার থেকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার ( ২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠি দেন।
চিঠিতে বলা হয়, আগামী ২৬ এপ্রিল ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ টিকা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট কেন্দ্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ ক্রমে চিঠিটি দেশের সব জেলার সিভিল সার্জন, সিটি করপোরেশনগুলোর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
পিএস/এএ