সিলেট: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ জনে।
রোববার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ জনে। আর বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯১৬ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১৩ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে দুই হাজার ৭৫৩ জন, হবিগঞ্জে দুই হাজার ৪১৮ জন এবং মৌলভীবাজারে দুই হাজার ৩৫০ জন।
রোববার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৬ জন, সুনামগঞ্জে দুই জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের দু’জন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০৯, ২০২১
এনইউ/আরআইএস