চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১২ জনের স্যাম্পল রেপিট এন্টিজেন টেস্ট করে ১৩১ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের হার প্রায় ৬২ শতাংশ।
জেলায় লকডাউন চললেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। স্থানীয় সাধারণ মানুষের অসচেতনতায় এই সংক্রমণের জন্য দায়ী বলে সকলকে সতর্ক হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জেলার স্বাস্থ্য বিভাগের। অন্যথায় জেলাবাসীকে চরম মূল্য দিতে হবে বলে মনে করছেন সচেতনমহল।
এদিকে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জাফর বলেন, বিকেল ৩টার দিকে তারা বাংলাদেশে প্রবেশ করেন। দেশে ফেরার পর তাদের করোনা নেগেটিভ সনদ দেখে প্রতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেয় স্থানীয় প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২১২টি স্যাম্পল রেপিট এন্টিজেন টেস্ট করে ১৩১ জনের পজেটিভ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৩৯৩ জন। জেলায় এ পর্যন্ত মোট ১৫০৩ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। আর এক হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছে ২৮ জন।
তিনি আরও বলেন, ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন ৭২ জন। এর মধ্যে একজন করোনা শনাক্ত হয়েছে। ভারত থেকে আসা মানুষদের টেস্ট করা হচ্ছে শহরের একটি ক্লিনিকে। ভারত থেকে আসা মানুষদের সকলকে জেলা শহরের একটি আবাসিক হোটেলে এবং সোনামসজিদ ডাকবাংলোতে আইসোলেশনে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২১
এনটি