ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেকে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের করোনা রোগী, এক রাতে ৪ মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২১
রামেকে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের করোনা রোগী, এক রাতে ৪ মৃত্যু ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা রোগীর সংখ্যা। কেবল এক রাতেই চার জনের মৃত্যু হয়েছে।

তাদের সবার গ্রামের বাড়ি ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বুধবার (২৬ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের চারজনেরই গ্রামের বাড়ি করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জে। এদের মধ্যে একজন করোনা রোগী ছিলেন এবং তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদের মধ্যে দুই জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে বাকি দুই জন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।

এক প্রশ্নের জবাবে ডা. সাইফুল ফেরদৌস বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউ ও করোনা ওয়ার্ডে মোট ১৭২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী আছেন ৬২ জন। এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে ভর্তি রয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বাংলানিউজকে বলেন, রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে। এখন আবার ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।